অনিকেত মাহাতোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের! কেন?

বাইরে থেকে লোক নিয়ে এসে পরিবেশ নষ্ট করা হচ্ছে! শনিবার আরজি কর সমাবেশেও বেশিরভাগই বাইরের লোক, অভিযোগ জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠন আত্মপ্রকাশ করল শনিবার। দুপুর তিনটেয় কলকাতা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন করে এই সংগঠন নিজেদের প্রকাশ্যে আনল। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন’ নাম হতে চলেছে এই নতুন সংগঠনের।

আরজি কর মেডিক্যাল কলেজের ইন্টার্ন শ্রীষ চক্রবর্তীর দাবি, “অভয়ার মৃত্যু সামনে রেখে কয়েকজন অরাজকতা তৈরির চেষ্টা করে! আন্দোলন আমরাই শুরু করেছিলাম। থ্রেট কালচারের মিথ্যে অভিযোগ এনে সাসপেনশন করায়। হাইকোর্ট যাব আমরা। অনিকেত মাহাতো আমাদের সমাজের সামনে ম্যালাইন করার চেষ্টা করেছে। ৪.৫ কোটি টাকা তোলা হয়েছে অভয়া দিদির নামে। টেররিস্ট কালচার চালাচ্ছে ওরা।”


by

Tags: